Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে তার বর্তমান শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের ধকল সইতে পারবে কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত ছাড়পত্র (ক্লিয়ারেন্স) দেয়নি।

রোববার রাতে ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আব্দুল আহাদ জানান, পরিবারের পক্ষ থেকে হাদিকে আগামীকাল সোমবার বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গন্তব্য হিসেবে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর—এই দুই দেশের যেকোনো একটিকে বেছে নেওয়া হবে। আজ রাতের মধ্যেই কোন দেশে নেওয়া হবে, তা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো হাদির শারীরিক অবস্থা। ডা. আহাদ বলেন, ‘রোগীকে বিদেশে নেওয়া নিরাপদ হবে কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন বা ক্লিয়ারেন্স দেয়নি। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সোমবার সকালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে।’

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বোর্ড যদি ছাড়পত্র দেয়, তবেই কেবল তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে স্থানান্তর করা সম্ভব হবে।