পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের ‘সূর্য সন্তান’ বলার পর ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে। রোববার সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই হট্টগোল হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষকে।’
এই মন্তব্যের পরপরই প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। এ সময় বেশ কিছুক্ষণ শিবির নেতাদের সঙ্গে ছাত্রদল নেতাদের কথা কাটাকাটি হয়। শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে অনুষ্ঠানস্থলেই বিক্ষোভ করে ছাত্রদল। তারা ছাত্র শিবিরের কাছে বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘এবার বিজয়ের মাস শুরু হয়েছে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আবারও এমন বক্তব্য ও স্লোগান দিলে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তাঁদের দাঁতভাঙা জবাব দেবো।’
অন্যদিকে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তাঁর বক্তব্যের পুরোটাই জামায়াত শিবিরকে নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বহির্ভূত ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যে সকল নেতাদের হত্যা করেছে, সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। তাঁরা পূর্ব পরিকল্পিতভাবেই অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টায় ছিলেন।’




Comments