ঢাকায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শরীফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ (মতান্তরে ৩৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে তার মরদেহ সরাসরি হিমাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আগামীকাল শনিবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ মিছিলসহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। এরপর বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে যে, পরিস্থিতির গুরুত্ব ও শৃঙ্খলার স্বার্থে তার মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাতে মরদেহ হিমাগারে রেখে কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। এক ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, “ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে সহিংসতা করার সুযোগ না পায়।”
শহীদ শরীফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




Comments