Image description

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার জোয়ার। এই মাহেন্দ্রক্ষণে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এবং জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানান সোহেল তাজ। একটি গণমাধ্যমের ফটোকার্ড যুক্ত করে তিনি লিখেন, “আবারও স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।” সোহেল তাজের এই সংক্ষিপ্ত কিন্তু ইতিবাচক বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। তিনি তারেক রহমানের ফেরার গুরুত্ব তুলে ধরে লেখেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন এবং পরিবর্তিত পরিস্থিতির এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি বাংলাদেশে আসছেন। চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা তাকে স্বাগত জানাই।”

সারজিস আলম তার বার্তায় আগামী দিনের রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, “অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আগামী দিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ব্যাপক ঢল নামে। রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ব্যক্তিত্বের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।