Image description

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী নির্বাচনি এলাকা হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মোর্শেদ মিল্টনের পক্ষে ফরমটি সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মোর্শেদ মিল্টন মুঠোফোনে জানান, “আমাদের মনোনয়নপত্র উত্তোলন করার জন্য বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়নপত্র তুলেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার এই আসন থেকে মোট দুটি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছে। যার মধ্যে একটি মোর্শেদ মিল্টনের নামে।

উল্লেখ্য, বগুড়া-৭ আসনটি বিএনপির রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। বেগম খালেদা জিয়া ইতোপূর্বে একাধিক নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন। দলীয় প্রধানের এই আসনে মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।