Image description

মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহতরা হলেন-বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও তাঁর ছোট ভাই আব্দুল কাইয়ুম (৪৮)। এ ঘটনায় গুরুতর আহত মো. জমির উদ্দিন (৪৫) একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। নিহত জামাল ও কাইয়ুম আপন ভাই।

নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই দুই ভাইয়ের মৃত্যু হয় বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত দুজনকেই মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমরা একাধিক ইস্যু নিয়ে কাজ করছি। হত্যার পেছনের কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আমাদের তদন্ত চলছে, আশা করছি দ্রুতই বিস্তারিত জানানো সম্ভব হবে।’