Image description

দীর্ঘ ১৭ বছর পর প্রবাস থেকে ফিরে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার শয্যাপাশে আবেগঘন সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে দীর্ঘ ২০ মিনিট একাকী মোনাজাত করেন তিনি। এ সময় তাকে বেশ বিমর্ষ ও অশ্রুসিক্ত দেখা যায়।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, শনিবার রাতভর হাসপাতালে অবস্থানকালে তারেক রহমান সিসিইউর ভেতরে মায়ের শয্যাপাশে প্রায় ২০ মিনিট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে অন্য কেউ ভেতরে ছিলেন না। মোনাজাত শেষে তিনি বেরিয়ে এসে আরও প্রায় ২৫ মিনিট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলাপ করেন এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনো অত্যন্ত জটিল ও সংকটময়। তিনি বলেন, “ম্যাডামের অবস্থা আগের মতোই অত্যন্ত নাজুক। তার বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি লিভার, কিডনি, ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যাগুলো প্রকট হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।”

মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবাল জানিয়েছেন, প্রতিদিন নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং সে অনুযায়ী চিকিৎসার পরিবর্তন আনা হচ্ছে। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

হাসপাতালে খালেদা জিয়ার সার্বক্ষণিক দেখাশোনা করছেন তার বড় পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার। এছাড়া পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার ও কানিজ ফাতেমা নিয়মিত হাসপাতালে থাকছেন। অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান রাজনৈতিক ও নাগরিক ব্যস্ততার ফাঁকেই নিয়মিত হাসপাতালে ছুটছেন মায়ের কাছে। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট, জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রাজনৈতিক অস্থিরতা ও কারাবন্দি জীবনের দীর্ঘ বঞ্চনার পর প্রবাস থেকে ফেরা সন্তান ও অসুস্থ মায়ের এই মুহূর্তটি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আবেগ সৃষ্টি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার সুস্থ হয়ে ওঠার বিষয়টি এখন সময়ের ওপর নির্ভর করছে।