Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আবদুল জব্বার। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

আবদুল জব্বার তাঁর পোস্টে উল্লেখ করেন, মূলত সংগঠনের নির্দেশ মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। এই মুহূর্তে আমাদের কাছে নিজের পদের চেয়ে দেশ ও জাতির স্বার্থই বড়।"

নির্বাচনী প্রচারণায় তাঁর পাশে থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "সংগঠনের সর্বস্তরের ভাই-বোন, শুভাকাঙ্ক্ষী এবং ছাত্র-যুব সমাজ আমার জন্য যেভাবে নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের সেই ভালোবাসা আমি চিরকাল মনে রাখব। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।"

প্রার্থিতা প্রত্যাহারের পাশাপাশি এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের প্রতি পূর্ণ সমর্থন ও শুভকামনা জানিয়েছেন আবদুল জব্বার।

উল্লেখ্য, অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা। গত রোববার ১০ দলীয় জোটের পক্ষ থেকে তাঁকে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। জোটের ঐক্য বজায় রাখতেই আবদুল জব্বার তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মানবকন্ঠ/আরআই