Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। একই আসনে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাফিজুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দুটি জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমাদানের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ আলী, জুলফিকার হায়দার গামা, সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম পিন্টু এবং বিএনপি নেতা হারুন অর রশিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর