Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের নিকট আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “আমরা যেমন বাংলাদেশ চাই, তেমন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাবো। বিগত বছরগুলোতে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় লালপুর-বাগাতিপাড়া অঞ্চলও চরম উন্নয়ন বঞ্চিত ছিল। আমি জয়লাভ করলে আঞ্চলিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেব। সর্বোপরি, বিএনপি বাংলাদেশের সার্বিক ও টেকসই উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।”

মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু এবং সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরশাদ প্রতীকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মানবকণ্ঠ/ডিআর