Image description

কুষ্টিয়ার কুমারখালীতে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় মমিনুর রহমান (২২) নামে এক প্যারামেডিক্যাল ছাত্রের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনায় তাঁর অপর পা-টিও পিষ্ট হয়ে থেঁতলে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আলাউদ্দিন নগর-শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের দ্বিতীয় গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত মমিনুর কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া গ্রামের আসাদুল মুন্সীর ছেলে। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্যারামেডিক্যাল কোর্সের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে মমিনুর মোটরসাইকেল চালিয়ে শিলাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিক্ষা পল্লী পার্কের সামনের একটি ঝুঁকিপূর্ণ বাঁকে একটি বালু বোঝাই ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় তাঁর মোটরসাইকেলটি স্লিপ করে সড়কের ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে ড্রাম ট্রাকের সামনের চাকা মমিনুরের দুই পায়ের ওপর দিয়ে উঠে যায়। এতে তাঁর বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কেই পড়ে থাকে এবং ডান পা মারাত্মকভাবে থেঁতলে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সেন্টু শেখ বলেন, "আঁকাবাঁকা মোড়ে মোটরসাইকেলটি ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাকটি তাঁকে চাপা দেয়।" 

ক্ষুব্ধ স্থানীয়রা জানান, এই আঞ্চলিক মহাসড়কজুড়ে অসংখ্য ঝুঁকিপূর্ণ মোড় থাকলেও বালু বোঝাই ড্রাম ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। তারা অবিলম্বে জনবহুল এই সড়কে ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবি জানান।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, আহত ছাত্রের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া পা-টি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। রক্তক্ষরণ বন্ধে জরুরি অস্ত্রোপচার চলছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বা অন্য কোথাও রেফার্ড করা হতে পারে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বিচ্ছিন্ন হওয়া পা-টিও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর