মালয়েশিয়ায় বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়া বাংলা মসজিদে বাদ আসর বিএনপি মালয়েশিয়া শাখার উদ্যোগে এ জানাজা আয়োজন করা হয়।
গায়েবানা জানাজায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং শান্তি কামনা করে দোয়া করেন।
জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন বাংলা মসজিদের খতিব মৌলানা হাফেজ হেলাল উদ্দিন।
এসময় বিএনপি মালয়েশিয়া সহ-সভাপতি তালহা মাহমুদের নেতৃত্বে জানাজার নামাজে অংশগ্রহণ করেন, দলের সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মোয়াজ্জেম হোসেন নিপু ও কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহ-অর্থসম্পাদক এম এ কালাম, সদস্য মো. জসিম উদ্দিন, পান্ডামারান বিএনপির সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, বুকিট বিন্তাং বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম এবং অন্যান্য শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে একই সময়ে পার্শ্ববর্তী ইন্ডিয়া মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাদ মাগরিব চৌকিট সুরাও বায়তুল মোকারমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। উভয় জানাজায় যুবদল শ্রমিক দল নেতা কর্মীরা ছাড়াও ব্যাপক সংখ্যক সাধারণ মুসুল্লীরাও অংশগ্রহণ করেন।




Comments