জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন।
সারজিস আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকটির সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছিল। তবে জামায়াতের আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান যে, বৈঠকে দুই দেশের স্বার্থসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এটি গোপন কিছু নয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে এরকম বৈঠক হলে তা পাবলিকভাবে জানানো হবে।
এ প্রসঙ্গে সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন কিছু মিডিয়া হাউজ জামায়াতের আমিরের বৈঠককে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার করছে। অথচ জামায়াত আমির নিজেই এই বৈঠকের তথ্য সংবাদ মাধ্যমকে দিয়েছেন। আমাদের দেশের মিডিয়া, যা আগে আওয়ামী লীগের স্বার্থে কাজ করত, এখন নতুন উদ্দেশ্যে অন্য কোথাও সংবাদ পরিবেশন শুরু করেছে।”
তিনি অভিযোগ করেন, ‘গণমাধ্যমের কিছু অংশ এখন আরও একবার রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করছে, যা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।’
এ ধরনের পরিস্থিতি, যেখানে মিডিয়া বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থে খবর পরিবেশন করে তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক হতে পারে বলে মন্তব্য করেছেন সারজিস আলম।




Comments