Image description

শরীয়তপুরের ডামুড্যায় খোকন দাস (৫০) নামে এক ওষুধ ও বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলাকারীদের চিনে ফেলায় তারা হত্যার উদ্দেশ্যে খোকনের শরীরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

আহত খোকন দাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার পরেশ দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কেহরভাঙ্গা বাজারে ওষুধের দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এসময় খোকন হামলাকারীদের চিনে ফেললে তারা তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার আগে আহত খোকন দাসের একটি ভিডিও বক্তব্য পাওয়া গেছে। সেখানে তাকে বলতে শোনা যায়, "বাবুল খাঁর ছেলে সোহাগ ও সামসুদ্দিনের ছেলে রাব্বিসহ তিনজন এই হামলায় জড়িত ছিল। আমি একজনকে চিনে ফেলায় সামসুদ্দিনের ছেলে রাব্বি আমার শরীরে আগুন ধরিয়ে দেয়।"

আহতের স্ত্রী সীমা দাস আহাজারি করে বলেন, "খবর পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। তার মাথা ও শরীরে কোপানো হয়েছে। যারা আমার স্বামীকে এভাবে হত্যার চেষ্টা করেছে, আমি প্রশাসনের কাছে তাদের দ্রুত বিচার চাই।"

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রোগীর মাথা ও হাতে আগুনের ক্ষত রয়েছে। এছাড়া পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী হামলাকারীদের চিনে ফেলায় তারা তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর