বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের দুই নেতার ওপর দেওয়া সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন- সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নির্দেশ মোতাবেক সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও সাবেক সভাপতি মো. মোরছালিনের আবেদনের প্রেক্ষিতে তাদের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তারা দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ দলের সকল পর্যায়ের সুযোগ-সুবিধা ও স্বীকৃতি ফিরে পাবেন।
স্থগিতাদেশ প্রত্যাহারের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুই নেতা বলেন, "আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে সীতাকুণ্ডের গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি আমাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।"
উল্লেখ্য, গত ৭ নভেম্বর দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরসহ তিন নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করেছিল বিএনপি। ওই দিন সন্ধ্যায় রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল, যা দলের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আবেদনের প্রেক্ষিতে আজ তাদের পুনরায় দলে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments