হলফনামায়
জোনায়েদ সাকীর চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ বেশি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নিজের ও স্ত্রীর আয়-সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। হলফনামার তথ্য অনুযায়ী, জোনায়েদ সাকীর চেয়ে তাঁর স্ত্রীর বার্ষিক আয় এবং মোট সম্পদের পরিমাণ কয়েক গুণ বেশি।
হলফনামায় জোনায়েদ সাকী তাঁর পেশা হিসেবে ‘প্রকাশক’ উল্লেখ করেছেন। প্রকাশনা খাত থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী পেশায় একজন আলোকচিত্রী ও শিক্ষক। তাঁর স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা।
আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকীর প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। বিপরীতে তাঁর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।
সম্পদের বিবরণে দেখা যায়, জোনায়েদ সাকীর নামে কোনো কৃষিজমি নেই। তবে তাঁর নামে ১১ একর অকৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। চমকপ্রদ তথ্য হলো, হলফনামা অনুযায়ী সাকীর নিজের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি নেই। এমনকি ব্যাংকে তাঁর কোনো ঋণও নেই।
অন্যদিকে, তাঁর স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতক কৃষিজমি রয়েছে (যার অর্জনকালীন মূল্য ১৫ হাজার টাকা)। এছাড়া তাঁর স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে, যার মোট মূল্য ২৮ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা।
হলফনামায় আরও জানানো হয়, জোনায়েদ সাকী ও তাঁর স্ত্রীর নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি এই হলফনামা দাখিল করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments