খালেদা জিয়ার কাছে ছাত্রদল নেতার লেখা চিঠি না পৌঁছানোর গল্প
প্রায় ৮ বছর আগের কথা। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন রাজধানী ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে। ওই সময় বেগম খালেদা জিয়ার কাছে চিঠি লিখে ডাকযোগে প্রেরণ করেন তৎকালীন ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের সহসভাপতি মো. আলিমেল হাকিম মুন্সী শাকিব। কিন্ত কারা কর্তৃপক্ষ চিঠিটি গ্রহণ না করায় চিঠিটি পুনরায় ফেরত আসে শাকিবের ঠিকানায়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর উনাকে লেখা সেই চিঠির ছবি দিয়ে নিজের ফেসবুক পেজে শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন আলিমেল হাকিম মুন্সী শাকিব। ফেসবুকে চিঠিসহ ছবির ক্যাপশনে শাকিব লেখেন- মা জননী, আপনি চলে গেলেন। আপনার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে জেল গেটে একটা চিঠি দিয়েছিলাম। ভেবেছিলাম কোনো এক বিকেলে অবসরে আপনি পড়বেন আমার মনের কথাগুলো। কিন্ত সেই চিঠি আপনার হাত পর্যন্ত পৌঁছায়নি। চিঠিসহ ছবিটি শেয়ার করার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পাঠকের জন্য পুরো চিঠিটা তুলে ধরা হলো
প্রিয় মা জননী,
আসসালামু আলাইকুম, আজ আপনি দেশ, জনগণ ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মিথ্যা বানোয়াট মামলায় কারাবন্দী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদতের পরেও দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আপনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করেছিলেন। ৯ মার্চ ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১/১১ দেশ-বিদেশি ষড়যন্ত্রের পরেও আপনি জনগণকে নিয়ে তাহা মোকাবিলা করেছেন।
৫ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটের অধিকার আদায়ে গৃহবন্দী হয়ে নিজের সন্তানের মৃত্যুর পরেও নীতিতে অটল ছিলেন, ঠিক তেমনি করে আমরাও আপনার পাশে আছি থাকব, সাজানো মিথ্যা মামলা দিয়ে আপনাকে কারাবন্দী রাখতে পারবে না। মুক্তির অপেক্ষা দেশের তৃণমূল সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, মুক্তি পেয়ে আবারও দেশের নেতৃত্ব দেবেন আপনি, ইনশাআল্লাহ, উঠবে নতুন আশার আলো, সোনালি ধানের শীর্ষে। আল্লাহ হাফেজ।
ইতি
বারবার কারা নির্যাতিত ছাত্রদল কর্মী
আলিমেল হাকিম মুন্সী শাকিব
তাং- ২০-২-১৮
জানা গেছে, আলিমেল হাকিম মুন্সী শাকিবের বাড়ি গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায়। তিনি গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল খালেক মুন্সীর ছেলে।
২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার উদ্দেশে লেখা চিঠিটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠায় শাকিব। ৪২৫নং রেজিস্ট্রি রশিদমূলে প্রাপকের ঠিকানায় বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ঢাকা কেন্দ্রীয় কারাগার, পুরাতন নাজিমউদ্দিন রোড, ঢাকা লিখে পাঠানো হয়।
ঢাকা পুরাতন কারা কর্তৃপক্ষ গ্রহণ না করায় ২০ ফেব্রুয়ারি চিঠি ফেরত দেয়। চিঠিটা রেজিস্ট্রিযুক্ত হওয়ায় প্রেরক মো. গোলাম আলিমেল হাকিম মুন্সী শাকিব, পিতা- মো. আবদুল খালেক মুন্সী (সাবেক চেয়ারম্যান), গ্রাম- নয়াপাড়া, পো: + উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ এই ঠিকানায় ওই বছরের ১ মার্চ গৌরীপুর ডাক বিভাগের পিয়ন পৌঁছে দেন।
আলিমেল হাকিম মুন্সী শাকিব এখন গৌরীপুর পৌর বিএনপির সদস্য পদে দায়িত্বে আছেন। এছাড়াও তিনি একজন শিক্ষানবীশ আইনজীবী।
সেদিনের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আলিমেল হাকিম মুন্সী শাকিব বলেন, মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণের পর নেত্রীর সার্ক খোঁজ-খবর নেয়ার পাশাপাশি আমরা যে আন্দোলন সংগ্রামে মাঠে আছি, সেটা জানানোর জন্যই রেজিস্ট্রি ডাকে চিঠিটা প্রেরণ করেছিলাম। কিন্ত শেখ হাসিনা সরকারের দুঃশাসনের কারণে কারা কর্তৃপক্ষ চিঠিঠি গ্রহণ না করায় ফেরত আসে। দেশনেত্রীকে লেখা চিঠিটি এখনো পরম যত্নে আমার সংগ্রহে আছেই। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোআ করবেন। আল্লাহপাক যেন উনাকে জান্নাতের বাসিন্দা করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments