Image description

বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা বলেছেন, দল (বিএনপি) যদি মনে করে তার সেবার আর প্রয়োজন নেই, তাহলে সেটি মেনে নিয়ে তিনি নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন। শুক্রবার (২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রুমিন ফারহানাসহ এ আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্রই যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের যখন দুঃসময় ছিল, তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি কাজ করেছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, অনেক সময়ই তা আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার তুলনায় অনেক বড় ছিল। সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি।"

তিনি বলেন, "আপনারা দেখেছেন ২০১৮ সালের সংসদে এবং ২০১৯ সাল থেকে আমি সেখানে যোগ দিয়ে কী ভূমিকা পালন করেছি। দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে, আমি এক মুহূর্তও চিন্তা করিনি। যখন বলেছে, তখনই পদত্যাগ করেছি। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্ব দরকার, সেটিকে আমি স্বাগত জানাই। দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, ঠিক আছে। আমি আমার রাজনীতি চালিয়ে যাব।"

তিনি আরও বলেন, "কিছু কিছু জায়গায় আমার কর্মীদের বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে হয়তো মামলা দেওয়া হবে। আমি বলেছি, এমন কিছু হলে অবশ্যই আমি প্রশাসনকে জানাব। যদি এমন কোনো ঘটনা ঘটে, যা আমার নির্বাচনে প্রভাব ফেলতে পারে কিংবা নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তাহলে তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব।"

মানবকন্ঠ/আরআই