ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, "আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিল, কিন্তু আমরা ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম। সেই আল্টিমেটামের আর মাত্র ২২ দিন বাকি আছে। আমরা ওই কার্যদিবস ধরেই এগোচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তবে ৩০ কার্যদিবস শেষ হওয়ার পর আমরা সরাসরি সরকার পতনের আন্দোলন শুরু করব।"
এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে শাহবাগের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় এর আগেও রাজপথে বড় ধরনের বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। এবার বিচার প্রক্রিয়া নিয়ে সরকারকে কঠোর সময়সীমা বেঁধে দিয়ে সরাসরি আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সংগঠনের শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments