বরিশালের আগৈলঝাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে বাগধা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কাশেম বখতিয়ারকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার সোমাইরপাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সোমাইরপাড় গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে কৃষকলীগ নেতা আবুল কাশেম বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল বখতিয়ারের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত কাশেম বখতিয়ারের বিরুদ্ধে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুর এবং টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কৃষকলীগ নেতা কাশেম বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে যথাযথ পুলিশ পাহারায় বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments