ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন।
অবরোধের ফলে শাহবাগ মোড়ের চারদিকের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা হাদি হত্যার দ্রুত বিচার এবং ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি পেশ করেছিলেন। আজকের অবরোধেও সেই দাবিগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো:
১. হাদি হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত যদি তাদের দেশে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এর আগেও দুই দফায় মোট ৪ দিন শাহবাগ অবরোধ করেছিল ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments