Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার এই সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের দাখিলকৃত হলফনামা এবং আনুষঙ্গিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। নথিপত্রে কোনো ধরনের ত্রুটি বা অসংগতি না পাওয়ায় তাঁর মনোনয়নপত্র গ্রহণে কোনো আইনি বাধা নেই বলে জানানো হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছিল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল ৪ জানুয়ারি (রবিবার) সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ হবে। বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা কোনো আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মানবকন্ঠ/আরআই