Image description

মৌলভীবাজারের বড়লেখায় হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে গভীর রাতে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে এই সহায়তা পৌঁছে দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

পৌষের শেষভাগে শৈত্যপ্রবাহের কারণে বড়লেখার জনজীবন যখন বিপর্যস্ত, তখন বিশেষ করে ভবঘুরে, পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা ও নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে। এমন কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে রাতের অন্ধকারে কম্বল হাতে অসহায় মানুষের কাছে হাজির হচ্ছেন প্রশাসনের এই কর্মকর্তা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বড়লেখা পৌরসভার হাজিগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজার এলাকা এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নিজ হাতে অসহায়দের গায়ে কম্বল জড়িয়ে দেন। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন, ‘তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগ অনুভব করেই আমরা রাতের এই ঝটিকা কার্যক্রম পরিচালনা করেছি। মূলত যারা সামাজিক সংকোচের কারণে দিনের বেলা সাহায্য নিতে আসতে পারেন না অথবা যারা খোলা আকাশের নিচে রাত কাটান, তাদের কাছে এই উপহার পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রধান উপদেষ্টার এই উপহার পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রকৃত শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী। তাদের মতে, লোকচক্ষুর অন্তরালে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।

মানবকণ্ঠ/ডিআর