আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শুরু হয়েছে আপিল আবেদন প্রক্রিয়া। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনেই (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৪৩ জন মনোনয়নপ্রার্থী। এর মধ্যে ৪২টি আবেদন করা হয়েছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ১টি আবেদন করা হয়েছে একজনের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত ১০টি বুথে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব আবেদন জমা নেওয়া হয়। ইসি’র তথ্য অনুযায়ী আঞ্চলিক পরিসংখ্যান নিম্নরূপ:
ঢাকা অঞ্চল: ১৫টি (সর্বাধিক)
ফরিদপুর অঞ্চল: ৭টি
রাজশাহী অঞ্চল: ৫টি
কুমিল্লা অঞ্চল: ৪টি (বাতিলের বিরুদ্ধে) ও ১টি (গ্রহণের বিরুদ্ধে)
রংপুর ও খুলনা অঞ্চল: ৩টি করে
চট্টগ্রাম অঞ্চল: ২টি
বরিশাল ও ময়মনসিংহ অঞ্চল: ১টি করে
সিলেট অঞ্চল: কোনো আপিল জমা পড়েনি।
প্রথম দিনে আপিল করতে এসেছিলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। অন্যদিকে, বগুড়া-৪ আসনে ‘আমজনতার দল’-এর প্রার্থী হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে না পারায় আপিল করতে আসলে ইসি তাকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছেন বিএনপি প্রার্থী এমএ হান্নান।
ইসি জানিয়েছে, সারা দেশে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল হয়েছে। আপিল করার সময়সীমা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে ইসি এই আপিলগুলো নিষ্পত্তি করবে।
নির্বাচনী ক্যালেন্ডার:
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
প্রচারণা শুরু: ২২ জানুয়ারি (চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত)।
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।
মানবকণ্ঠ/আরআই




Comments