হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ নওগাঁ। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাঝারি শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, বুধবার সকাল ৬টায় চলতি মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি কেবল নওগাঁরই নয়, বরং এ বছরে এখন পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর আগে গত মঙ্গলবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, কুয়াশার দাপট কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। তীব্র ঠান্ডায় শ্রমজীবী মানুষ সময়মতো কাজে বের হতে পারছেন না, যার প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন আয়ের ওপর। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছেন। হাড়কাঁপানো এই শীতে জেলাজুড়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব পড়েছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মৌসুমে এটিই সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।




Comments