Image description

ময়মনসিংহের গৌরীপুরে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক রানা আহমেদ কদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রানা আহমেদ কদ্দুস ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ এলাকা থেকে কদ্দুসকে গ্রেপ্তারের পর গৌরীপুর ও পূর্বধলা উপজেলার সীমান্তবর্তী শ্যামগঞ্জ বাজারে জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশি পাহারায় তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামগঞ্জ বাজারের সহিংসতা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁতীলীগ নেতা কদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর