সুনামগঞ্জের ছাতকে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সমন্বয়ে ‘ছাতক উপজেলা প্রেসক্লাব’-এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ছাতক পৌর শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজাকে আহ্বায়ক এবং দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ও ‘সিলেট তথ্যানুসন্ধান’-এর নির্বাহী সম্পাদক মো. খালেদ মিয়াকে কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাকির আমিন (কালবেলা ও একাত্তরের কথা), প্রভাষক মোশাররফ হোসেন (আমার দেশ), লুৎফুর রহমান শাওন (সংগ্রাম), মো. ফজল উদ্দিন (ভোরের চেতনা) ও মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল (এশিয়ান টেলিভিশন)।
সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “ছাতকে সাংবাদিকতার একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিচ্ছিন্নভাবে থাকা সাংবাদিকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই নতুন পথচলা। এই প্রেসক্লাব অপসাংবাদিকতা রোধ এবং সংবাদকর্মীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
সভায় উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ আখতারুজ্জামান (সমকাল), সাকির আমিন (কালবেলা), প্রভাষক মোশাররফ হোসেন (আমার দেশ), মো. নুর উদ্দিন (আমার সময়), মাহমুদ আলম (মোহনা টিভি), সাজ্জাদ মাহমুদ মনির (যায়যায়দিন), অজিত কুমার দাস (চ্যানেল এস), মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল (এশিয়ান টিভি) সহ আরও অনেকে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments