Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রটোকল ব্যবস্থাপনার জন্য তিন ক্যাটাগরিতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এই লক্ষ্যে তিনজন সাবেক সামরিক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বিএনপি।

মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে নিরাপত্তা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ এবং প্রটোকল পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন। এ ছাড়া টিমের সমন্বয় পরিচালক করা হয়েছে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে।