Image description

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার ঘটনাকে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এক শোক বার্তায় তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর পরাজিত শক্তি ও দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মুছাব্বিরকে হত্যার এই পৈশাচিক ঘটনা সেই নৈরাজ্যেরই এক নির্মম বহিঃপ্রকাশ। মূলত বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত ও অকার্যকর করতেই এ ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।”

বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে যারা অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায়, তাদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। তিনি সরকারকে এই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা এখনো ওত পেতে আছে। তারা সুযোগ পেলেই দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। তাই এই অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে।”

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে একটি গলিতে আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা ভ্যানশ্রমিক ইউনিয়নের নেতা আবু সুফিয়ানও গুলিবিদ্ধ হন। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে ইতোমধ্যে তেজগাঁও থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম।

মুছাব্বিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মানবকণ্ঠ/আরআই