Image description

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর বিএনপির আরও ১৩ জন নেতা পুনরায় দলে ফিরেছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এ সিদ্ধান্তের ফলে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা রহিম কলি এবং পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনুসহ নেতারা আবারও আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করতেই এসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদন ও যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়।

বগুড়া জেলা বিএনপির একাধিক নেতা এই তালিকায় রয়েছেন। তাঁদের মধ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ ও মো. কামরুল হাসান জুয়েল উল্লেখযোগ্য। এছাড়া কাহালু ও গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিটের কয়েকজন নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট নেতারা এখন থেকে দলের নীতি ও আদর্শ মেনে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন। এ ঘোষণার পর সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা গেছে।

মানবকণ্ঠ/আরআই