দেশে ফেরার পর প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে নির্বাচনের সময়সূচি, রাজনৈতিক সংস্কারসহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক হয়। তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে মুঠোফোনে ধন্যবাদ জানান। এছাড়া গত ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ড. ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়। তবে আজকের বৈঠক দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
উল্লেখ্য, বিএনপিসহ বিভিন্ন দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালেও, গত বছরের ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। এই বৈঠক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে সংলাপের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।




Comments