মুসলিম উম্মাহর সিয়াম সাধনার পবিত্র মাস রমজান আসতে আর বেশি দেরি নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট প্রকাশিত ২০২৬ সালের ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
সংস্থাটির তথ্যমতে, আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) রমজান মাসের প্রথম দিন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির যেকোনো দিন রোজা শুরু হতে পারে।
ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান শেষ হতে পারে এবং পরদিন ২০ মার্চ (শুক্রবার) মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
বর্তমানে হিজরি সনের রজব মাস চলছে। সাধারণত হিজরি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার মাধ্যমে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাসের আমেজে প্রবেশ করবে। অর্থাৎ, ভোটের কয়েক দিন পরেই শুরু হবে পবিত্র সিয়াম সাধনা।




Comments