আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে দেশি-বিদেশে অবস্থানরত মোট ৪ হাজার ৪৭৯ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের আবেদন করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থানরত ৩ হাজার ৬৩২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য আবেদন জমা দিয়েছেন। এদের মধ্যে সরকারি চাকরিজীবী ২ হাজার ৭২৪ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৮৫২ জন, আনসার ও ভিডিপি সদস্য ৫২ জন এবং ৪ জন কারাবন্দী রয়েছেন। আবেদনকারীদের মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ৯০৮ জন।
অন্যদিকে, শাহজাদপুরের স্থায়ী বাসিন্দা কিন্তু বর্তমানে বিদেশে কর্মরত এমন ৮৪৭ জন প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন করেছেন। উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের ব্যালট পেপার ইতিমধ্যে বিদেশে পাঠানো শুরু হয়েছে।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। আগামী নির্বাচনে মোট ১৬০টি ভোটকেন্দ্রের ৯৪৭টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments