Image description

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে তিনটি স্বর্ণের বারসহ মো. মাহাবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার যাকা মোল্লার ইটভাটা সংলগ্ন পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। অভিযানে স্বর্ণের পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপি ক্যাম্পের সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জীবননগর উপজেলার যাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মাহাবুল হোসেনকে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে পাচারকাজে ব্যবহৃত একটি লিভো ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক মাহাবুল হোসেন স্বর্ণগুলো অবৈধভাবে সীমান্ত এলাকায় নেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে একটি চোরাচালান মামলা দায়ের করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর