মাদারীপুরের শিবচরে দীর্ঘদিনের অসুস্থ ও শয্যাশায়ী স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধাকে (৬৫) আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মোসা. রোকেয়া বেগম (৬০)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধা একজন দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন ও তার স্ত্রী দীর্ঘ বছর ঢাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে তারা গ্রামে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্ত্রী দীর্ঘকাল গুরুতর অসুস্থ থাকায় তার সেবা করতে গিয়ে আবুল হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
পুলিশ জানায়, ঘটনার সময় স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবচর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত দা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments