কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। একই আপিল প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।
শনিবার এক আদেশে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে, মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পরস্পরের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।
গত ১৪ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের করা ঋণখেলাপির একটি মামলায় বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের আবেদন নাকচ করে দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে আদালতের আগের আদেশ অনুযায়ী তিনি ঋণখেলাপিই থাকছেন। এর আগে গত ৮ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশটি বাতিল করেন চেম্বার জজ আদালত। আইনজীবীরা সে সময়েই জানিয়েছিলেন, এই আদেশের ফলে ঋণখেলাপি হিসেবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।




Comments