নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘ইসি যদি নিজেদের সংশোধন না করে, তবে প্রয়োজনে কমিশন পুনর্গঠন করে দেরিতে নির্বাচন আয়োজন করা হবে। কোনো বিদেশি নাগরিক বা ঋণখেলাপিকে নির্বাচন করতে দেওয়া হবে না।’
এ সময় এনসিপি মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায়, তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আমরা রাজপথেও থাকব। কমিশন বিএনপিকে অন্যায্য সুযোগ দিচ্ছে এবং কমিশনের সামনেই অভিযোগকারীরা হয়রানির শিকার হচ্ছেন।’ প্রার্থী ও তাঁদের কর্মীদের নিরাপত্তা দিতেও ইসি ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, এর আগে দুপুরে ইসির আপিল শুনানিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। হাসনাত আব্দুল্লাহর দাবি অনুযায়ী, শুনানির সময় আব্দুল আউয়াল মিন্টু তাঁকে ও তাঁর আইনজীবীকে ‘ব্লাডি সিটিজেন’ বলে গালিগালাজ করেন এবং আক্রমণাত্মক আচরণ করেন। পরে তাবিথ আউয়াল তাঁর বাবাকে কমিশন কক্ষ থেকে সরিয়ে নিয়ে যান।
হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যাঁরা ব্যবসা করেন এবং এখন সেফ এক্সিট খুঁজছেন, তাঁদের চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। ইসির সামনে যেভাবে মানুষকে অপমান করা হয়েছে তা অগ্রহণযোগ্য। কমিশনের ভূমিকা এখন অনেকটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের মতো মনে হচ্ছে, যাঁরা অভিযোগ পেলে শুধু লিখিত দিতে বলেন।’




Comments