চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন ও বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামায়াতে যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনেই চুয়াডাঙ্গায় রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ২২ জন নেতাসহ বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৫৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয় জেলা জামায়াত।
যোগদানকারীদের মধ্যে মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ জন এবং বিএনপির রানা আলীর নেতৃত্বে আরও ১৫ জন কর্মী-সমর্থক রয়েছেন। এছাড়া ওই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার আরও ১৮ জন ব্যক্তি জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন।
মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, "ন্যায় ও ইনসাফের পথে এবং জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা দলে যোগ দিয়েছেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তাই আমাদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে এবং ‘দাঁড়িপাল্লা’র বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
ইসলামী আন্দোলন ছেড়ে আসা নেতা শাহিন আলী বলেন, "কেন্দ্রীয় নেতাদের কথা ও কাজের মিল না থাকায় এবং আদর্শিক কারণে আমরা জামায়াতে যোগ দিয়েছি। আমরা এখন থেকে ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো এবং দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবো।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments