যারা স্বাধীনতা চায়নি, তাদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না: মির্জা ফখরুল
যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের হাতে রাষ্ট্রক্ষমতা গেলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তাঁর বিরুদ্ধে ১১১টি মামলা দেওয়া হয়েছে এবং তিনি ১১ বার কারাবরণ করেছেন। তবে এসব মামলা চুরি বা ডাকাতির কারণে নয়, বরং ভোটাধিকার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার কারণেই হয়েছে। তিনি বলেন, এতে তাঁর কোনো দুঃখ নেই। বরং যিনি তাঁদের ওপর দমন-পীড়ন চালিয়েছিলেন, তিনি আজ দেশ ছেড়ে পালিয়েছেন।
তিনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭১ সালে দেশের জন্য সবাই মিলে লড়াই করেছে। যারা সেই সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, তারা আজ ক্ষমতায় যেতে চায়—এটি দেশের জন্য ভয়ংকর বার্তা। তাঁর ভাষায়, “যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে ক্ষমতা গেলে এই দেশ টিকবে না।”
মির্জা ফখরুল আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি বর্তমানে সুন্দর কথা বললেও তারা কখনো স্বীকার করে না যে ১৯৭১ সালে তারা ভুল করেছিল। তিনি জাষ্ঠিভাঙ্গায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তুলে বলেন, ইতিহাস মানুষ ভুলে যায়নি। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপি ছাড়া দেশকে সামনে এগিয়ে নেওয়ার মতো আর কোনো শক্তি নেই বলেও দাবি করেন তিনি। নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। শেষদিকে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ব্যালটে ধানের শীষে ভোট দেওয়ার কথা মনে রাখতে।
প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে নানা প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments