আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
দেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘খেলাফতে ইসলামি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
দলীয় সূত্র জানায়, কবর জিয়ারতের মাধ্যমে তারা দেশের মানুষকে ইসলামী আদর্শ ও নীতির আলোকে রাজনীতি ও সমাজ ব্যবস্থার প্রতিটি স্তরে সচেতন করার বার্তা দিতে চায়।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, আগামী দিনে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি মেহেদী হাসান। তিনি বলেন, “বাংলাদেশে ইসলামের সুশাসনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে আরও বেগবান করতেই আজ থেকে আমরা ‘খেলাফতে ইসলামি বাংলাদেশ’-এর শুভ সূচনা করছি।”
মানবকণ্ঠ/ডিআর




Comments