Image description

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি নাসীরুদ্দীনকে ‘মানসিক বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে বলেন, তার চিকিৎসা প্রয়োজন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইশরাক হোসেন এসব মন্তব্য করেন।

এর আগে রোববার পুরান ঢাকার ধূপখোলা মাঠে এক জনসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজ ও জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান। তার ব্যবহৃত ভাষাকে ‘কুরুচিপূর্ণ’ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এমন বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং এতে ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে।

ইশরাক হোসেন বলেন, “এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্য কীভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত, সেটিও তাকে শেখানো দরকার।”

তিনি আরও বলেন, জনগণের হাতেই সব শক্তির মূল চাবিকাঠি থাকা উচিত এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের রায় দেবে। দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি, তবে কিছু ব্যক্তির বেফাঁস বক্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে বলে উদ্বেগ জানান।

ইশরাক হোসেন দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর উচিত জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তা না হলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে বহিষ্কার করা এবং প্রার্থিতা বাতিল করা।

এদিন সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে তিনি সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বজনীন চিকিৎসা সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে দিনব্যাপী সূত্রাপুরের বিভিন্ন এলাকায় তার নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলার কথা জানানো হয়।

মানবকণ্ঠ/আরআই