Image description

নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে গত তিনদিন ধরে পাঁচ সদস্যের একটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো প্রতিকার পায়নি পরিবারটি।

ঘটনাটি ঘটেছে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে। ভুক্তভোগী ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তাঁর বাড়ির একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রায় ২০ বছর ধরে ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে লোকমান হোসেনের পরিবার চরম দুর্ভোগে পড়েছে। রাস্তা বন্ধ থাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে না পেরে তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, “এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে প্রভাবশালী পক্ষ নমনীয় না হওয়ায় এখনো কোনো সমাধান হয়নি।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “রাস্তার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।”

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, “রাস্তা বন্ধের অভিযোগটি আমাদের নজরে এসেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে যাতে তারা গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পায়।

মানবকণ্ঠ/ডিআর