বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা-বোনদের গায়ে হাত দেয়। এদের কাছে মা-বোনরা নিরাপদ হবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির হুঁশিয়ারি দেন, নির্বাচনী প্রচারে মা-বোনদের হেনস্তা বা ইভটিজিং করা হলে তা বরদাশত করা হবে না। জামায়াতের নারী কর্মীরা আচরণবিধি ভঙ্গ করলে তা নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে যেখানেই হেনস্তা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভেতরে ভেতরে অনেকেই গণভোটে নাখোশ, কারণ গণভোট হলে দলীয় চাঁদাবাজদের রমরমা ব্যবসা চলবে না। তবে ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে থাকায় কেউ মুখ খুলতে পারছে না। আগামী ১২ তারিখ প্রথম ভোট হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ ভোট পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে, আর হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। হ্যাঁ ভোট হেরে গেলে সরকার গঠন করে কোনো লাভ হবে না।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দলের হয়ে নয়, জনগণের হয়ে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের স্বপ্ন পূরণ ও ব্যবসায়ীদের চাঁদাবাজমুক্ত রাখতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরে অনেকে ফ্যাসিস্ট সরকারের অনুমতি নিয়ে র্যালি-মিছিল করেছে, কিন্তু জামায়াত অনুমতি ছাড়াই যেখানে অন্যায় দেখেছে সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছে।
৫ আগস্টের পর একটি দলের ‘মামলা বাণিজ্যে’ মেতে ওঠার নিন্দা জানিয়ে তিনি বলেন, যে দল নিজেদের কর্মী সামলে রাখতে পারে না, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে না।
জামায়াত ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে বলে ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।




Comments