Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে ঘিরে সারা দেশে যখন বইছে উৎসবের আমেজ, ঠিক তখনই ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানালেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি দেশবাসীকে এই দিকনির্দেশনা দেন। ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব মনে করিয়ে দিয়ে তিনি লিখেন:

‘ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।’

পোস্টে তিনি সত্যের পথে অবিচল থেকে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দেন। নির্বাচনের এই সন্ধিক্ষণে তার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/আরআই