যশোরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, তারা একটি সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াত আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিন্ডিকেট বর্তমানে গোটা দেশকে অবশ করে ফেলেছে এবং জামায়াত ক্ষমতায় গেলে এই সিন্ডিকেটের হাত গুঁড়িয়ে দেওয়া হবে।
তিনি চাঁদাবাজদের সুপথে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজির প্রয়োজন হবে না, বরং তাদের হাতে কাজ তুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পরোক্ষভাবে বিএনপিকে ইঙ্গিত করে তিনি সমালোচনা করেন যে, যারা নিজেদের দল সামলাতে পারে না এবং কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। তিনি আরও যোগ করেন যে, জামায়াত একটি সুশৃঙ্খল দল হিসেবে দেশকে সঠিক নেতৃত্ব দিতে সক্ষম।
আসন্ন ১২ তারিখের গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ১৮ কোটি মানুষ এই পরিবর্তনের পক্ষে থাকলেও কোনো কোনো দল ভেতরে ভেতরে এর বিরোধিতা করছে কারণ গণভোট হলে ফ্যাসিবাদ ও চাঁদাবাজির ব্যবসা বন্ধ হয়ে যাবে।
গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে দেশ প্রকৃত আজাদী পাবে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে 'মামলা বাণিজ্য' ও অজ্ঞাতনামা আসামী দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার তীব্র নিন্দা জানান তিনি।
যশোরের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জামায়াত বিজয়ী হলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে এবং দাঁড়িপাল্লা প্রতীকের ইনসাফ অনুযায়ী সবার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। জেলা আমির গোলাম রসুলের সভাপতিত্বে জনসভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানবকণ্ঠ/আরআই




Comments