বাংলাদেশের পরিবর্তে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের জটিলতা সামলাতেই এখন হিমশিম খাচ্ছে স্কটল্যান্ড ক্রিকেট দল।নাটকীয়ভাবে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হওয়ার পর এখন স্কটিশদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ভিসা জটিলতা, বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফসহ বেশ কয়েকজন ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া এখনও ঝুলে আছে।
হাতে সময় খুব কম থাকায় জরুরি ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে স্কটিশ ক্রিকেট বোর্ড। এছাড়া টুর্নামেন্টের জন্য নির্ধারিত নতুন জার্সি এবং প্রয়োজনীয় স্পন্সর খুঁজে পেতেও বেগ পেতে হচ্ছে তাদের। সময়মতো স্পন্সর বা নতুন জার্সি না মিললে নিয়মিত জার্সিতেই মাঠে নামার প্রস্তুতি রাখছে দলটি।
নিরাপত্তা ও ভেন্যু সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ সরে দাঁড়ালে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে এই মেগা ইভেন্টে আমন্ত্রণ জানায়। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড এই পরিস্থিতিকে চ্যালেঞ্জিং হিসেবে দেখলেও নির্ধারিত সময়ে ভারতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। মূলত বাংলাদেশের নির্ধারিত সূচি ও ভেন্যুতেই খেলবে স্কটল্যান্ড। হাতে মাত্র সাত দিন সময় থাকলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ হাতছাড়া করতে চায় না স্কটিশরা।
মানবকণ্ঠ/আরআই




Comments