সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আইপিএল থেকে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে দেশের জন্য 'চরম অপমান' হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে আলোকিত করেছে, অথচ পার্শ্ববর্তী দেশ তাকে একটি ফ্রেন্ডলি টুর্নামেন্টে অংশ নিতে না দিয়ে ক্রিকেটের অবমাননা করেছে।
এই বিব্রতকর পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিবি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে এবং ভেন্যু পরিবর্তনের যে দাবি তুলেছিল, তাকে সংগত উল্লেখ করে আইসিসি-র একগুঁয়েমির সমালোচনা করেন তিনি। জামায়াত আমির আরও বলেন যে, আইসিসি-র উচিত তাদের এই সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করা।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিসিবি ভারত সফর থেকে সরে দাঁড়ায়। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত বদলাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে ক্রিকেটাররা নিজ অবস্থানে অনড় থাকেন।
এর জের ধরে আইসিসি বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে তাদের বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করে।
মানবকণ্ঠ/আরআই




Comments