Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাসে প্রচার শুরু করেচেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকার মিরপুর-১০ এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করে এই যাত্রা শুরু করেন তিনি।

উদ্বোধন শেষে জামায়াত আমির বলেন, ‍“দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে”। 

তিনি বলেন, “দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়”। 

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, “জনগণের প্রতি আস্থা নয়া থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। এরপর ঢাকা-১৫ আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন”।