বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭টি আসনে ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার অনুরোধ নির্বাচন কমিশন (ইসি) বাতিল করে দিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের নিয়মাবলী অনুযায়ী দল নিজের পছন্দে প্রতীক প্রত্যাহারের সুযোগ পাবে না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে জামায়াতের সেক্রেটারির জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে।
ইসির চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৬(২) অনুযায়ী, কোনো দল একাধিক প্রার্থী মনোনয়ন দিলে, প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া কঠোরভাবে নির্দিষ্ট। সেই কারণে জামায়াতের অনুরোধ স্বীকৃত নয়।
জামায়াত যে ৭ আসনে প্রতীক প্রত্যাহার চেয়েছে, তা হলো: চট্টগ্রাম-৮, নরসিংদী-২, ভোলা-২, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৩, সুনামগঞ্জ-১, চট্টগ্রাম-১২।
সূত্র জানায়, শরিক দলের জন্য ছাড় দিতে এসব আসনে জামায়াত নিজেদের প্রতীক প্রত্যাহারের চেষ্টা করেছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments