নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ বলেছেন, “আমি মানুষকে মিথ্যা আশ্বাস দিতে পারি না। সোনারগাঁওয়ের মানুষ গ্যাসের জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে, আর প্রতিটি জনপ্রতিনিধি তাদের শুধু আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে। বাস্তবতা হলো, ৫-৭ বছর পর এই দেশেই হয়তো আর গ্যাস থাকবে না। সেখানে গ্যাস দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ভোটারদের সাথে প্রতারণার শামিল।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলার আমিনপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম মসীহ বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই গ্যাসের সংকট মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। দেশের অর্থনীতি এখন আল্লাহর রহমত ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দাঁড়িয়ে আছে; নয়তো দেশ অনেক আগেই দেউলিয়া হয়ে যেত।
তিনি বলেন, “প্রবাসে রাষ্ট্রদূত থাকাকালে আমার দরজা সব সময় তাদের জন্য খোলা ছিল। এমপি নির্বাচিত হলেও আমি সাধারণ মানুষের সুখে-দুঃখে একইভাবে পাশে থাকব।”
সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, মানুষ দীর্ঘ দিন ধরে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব বোধ করছে। তিনি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলের প্রশংসা করে বলেন, সেই সময়ে দেশের সার্বিক অবস্থা ও উন্নয়ন প্রশংসনীয় ছিল।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments